
স্টাফ রিপোর্টার:- অভি খায়রুল ইসলাম সাভার। ধামরাই থানার কুল্লা ইউনিয়নের ০৮ নং চৌঠাইল এলাকাবাসীর আয়ােজনে বৈষম্য বিরােধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র- জনতা সকল শহীদের আত্মা মাগফেরাত কামনা করে দোয়া ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৪ জুলাই) বাদ মাগরিব , এলাকাবাসীর আয়ােজনে আলােচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বৈষ্যম ছাত্র আন্দোলনকে কৃতজ্ঞতা জানিয়ে ছাত্র- জনতা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে। এসময় প্রধান অতিথির বক্তব্যে ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম বলেন যদি কোন অসৎ লোাকের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান তাহলে আপনাদের আগে সৎ হতে হবে। আমরা দুর্নীতিমুক্ত রাজমুক্ত, ত্রাস মুক্ত ও মাদক মুক্ত এলাকা গড়ে তুলতে চাই। আপনারাই পারেন এই সমাজকে সচেতন করতে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল জলিল ও তাজুল ইসলাম (সাবেক সহ-কোষাধক্ষ , ঢাকা জেলা যুবদল)। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুর রেজা (সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা) বলেন আমরা সুন্দর একটি সমাজ চাই। যে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবে সবাই, থাকবে না কোন বৈষম্য থাকবে না ঘুষ দুর্নীতি মাদক কারবারি , ভূমিদস্যুর মতো অপরাধী। ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেকটি আত্মার মাগফেরাত কামনা করে বলতে চাই তাদের রক্ত আমরা বৃথা যেতে দেব না । এ সময় স্থানীয় মসজিদের ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন। দোয়া মাহফিল শেষে পাঁচ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।



Discussion about this post