
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ি এলাকায় পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, রংপুর মিঠাপুকুর থানার বড় মির্জাপুর এলাকার আকমাল হোসেনের ছেলে জুনায়েদ (১২) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের মো. শামীমের ছেলে আব্দুল মমিন (১২)। তারা দেউলিয়াবাড়ি এলাকায় বাবা-মার সঙ্গে ভাড়া বাসায় থাকতো এবং স্থানীয় একটি মাদ্রাসায় ৫ম শ্রেণিতে পড়তো। বিষয়টি কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আজ সকালে দেউলিয়াবাড়ি এলাকার একটি পুকুরে গোসল করতে নামে ওই দুই কিশোর। গোসলের একপর্যায়ে তারা ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের মৃতদেহ উদ্ধার করে।
কোনাবাড়ী থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিবার দুটির লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশগুলো হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



Discussion about this post