
শেখ মামুনুর রশীদ মামুন:- সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবার ময়মনসিংহে উদযাপিত হয়েছে নজীরবিহীন জননিরাপত্তা ও সম্পূর্ণ যানজটমুক্ত পরিবেশে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উৎসবটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, যা ছিল সাধারণ মানুষের কাছে প্রশংসনীয় ও নিরাপত্তার ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। ময়মনসিংহের সুযোগ্য পুলিশ সুপার কাজী আখতার উল আলম-এর দূরদর্শী নেতৃত্ব, সরাসরি মনিটরিং এবং সময়োপযোগী দিকনির্দেশনায় গোটা শহরে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাঠপর্যায়ে সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কোতোয়ালী মডেল থানার স্বনামধন্য ও দক্ষ অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ও জেলা ট্রাফিক বিভাগের টি আই আবু নাছের জহির। রথযাত্রাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা ছিল অত্যন্ত প্রশংসনীয়। উৎসবস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ডিবি, টহল দল, গোয়েন্দা ইউনিট এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সার্বক্ষণিক কাজ করে যান চলাচল স্বাভাবিক রাখে এবং কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়নি। উৎসবে অংশগ্রহণকারী ও দর্শনার্থীদের মুখেও ছিল সন্তোষের ছাপ। রথযাত্রায় অংশ নেওয়া অনেকেই জানান, “এত সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে রথযাত্রা অতীতে খুব কমই দেখা গেছে। প্রশাসনের তৎপরতা ও আন্তরিকতা প্রশংসার দাবিদার।” উল্লেখ্য, এ ধরনের উৎসব শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠান নয়, বরং সম্প্রীতির বার্তা ও নিরাপত্তা ব্যবস্থার দক্ষতার প্রকাশ। ময়মনসিংহ জেলা পুলিশ তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে আবারও প্রমাণ করলো—জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সদা প্রস্তুত।



Discussion about this post