
শফিকুল ইসলাম শিমুল,গাজীপুর মহানগর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে বাড়ির সামনের রাস্তা বন্ধ করে ভবন নির্মাণের কাজে চালাতো নিষেধ করায় একজন বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল ১০টার দিকে বউবাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আলী আকবর (৭৬) ওই এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি। হামলার পর তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীদের হাত থেকে আকবরকে রক্ষা করতে গিয়ে তাঁর ছেলে সাখাওয়াত হোসেন সাজ্জাদ আহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ দুপুরে একই এলাকার হাসিব, কাউসার, বাবুল, আব্দুল কাদের কিরণ ও ইমনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আকবরের বাড়ির ফটক ও দোকানের সামনে বালুসহ নির্মাণসামগ্রী রেখে নিজের বাড়ির কাজ করছিলেন কিরণ। এ সময় আকবর তাঁর বাড়ির ফটক বন্ধ না করতে অনুরোধ করেন। এ নিয়ে বিরোধের জেরে কিছুক্ষণ পর কিরণের পক্ষের হাসিব ও তাঁর সহযোগীরা আকবরের মুক্তিযোদ্ধার সনদ দেখতে চান। এ সময় উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। তখন রড ও বাঁশ দিয়ে পেটানো হয়। এতে আকবর আহত হন। তখন আকবরের ছেলে সাজ্জাদ এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়। সাজ্জাদ বলেন,আব্দুল কাদের কিরণ তাঁদের জায়গায় ভবন নির্মাণ করছেন। আর নির্মাণাধীন ভবনের জন্য বালু, রড, বাঁশ আমাদের বাড়ির ফটকের সামনে রেখে দেন। আমরা বাড়ি থেকে বের হতে পারছিলাম না। বাড়ির ফটক থেকে সরে গিয়ে নির্মাণকাজ করতে অনুরোধ জানান আমার বাবা। এতে তাঁরা বাগ্বিতণ্ডায় জড়ালে হাসিব ও তাঁর পাঁচজন সহযোগী বাবা ও আমাকে মারধর করেন। এ সময় আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। তখন হামলাকারীরা পালিয়ে যান জানতে চাইলে কিরণ বলেন,তিনি মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে আমাদের কাজে বাধা দিয়েছেন। আমাদের দুজনকে আঘাত করেছেন। আমরাও থানায় অভিযোগ করেছি। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন,এ ঘটনা থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের হয়েছে। আমরা কি মামলাও গ্রহণ করেছি। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



Discussion about this post