
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ভারত থেকে অবৈধভাবে প্রবেশের সময় মহেশপুর সীমান্ত থেকে ১৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক এক অভিযানে ভারতীয় মদ ও গাঁজাও উদ্ধার করা হয়েছে।
গত ৪ জুলাই রাতে যাদবপুর বিওপি’র আওতাধীন বেতবাড়িয়া গ্রামের একটি কলাবাগানে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। নায়েক মো. শাহাজালালের নেতৃত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৫০/এমপি থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অন্যদিকে, ৫ জুলাই সকাল ৯টা ২০ মিনিটে শ্যামকুড় বিওপি’র আওতায় চেয়ারম্যান ঘাট নামক এলাকা থেকে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয় যারা অবৈধভাবে ভারত থেকে প্রবেশ করছিলেন। আটক ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ২ নারী ও ১ শিশু রয়েছে। পুরুষদের পরিচয় নিম্নরূপ: মো. জয়নাল আবেদীন (৩৪), জামরিলডাঙ্গা, নড়াইল, মো. সোহেল সরদার (২৯), কাশিমাড়ী, শ্যামনগর, সাতক্ষীরা, মো. মোস্তাফিজুর রহমান (২০), দাতিনাখালী, শ্যামনগর, সাতক্ষীরা।
একই দিনে দুপুর ১টার দিকে শ্রীনাথপুর বিওপি’র অধীনে সজীবের কলাবাগান এলাকা থেকে ভারত থেকে প্রবেশের সময় **আরও ২ জন (১ নারী ও ১ শিশু)**কে আটক করে বিজিবি। এর আগে ভোর ৫টা ৪০ মিনিটে একই এলাকা থেকে আরও ২ জনকে (১ পুরুষ ও ১ নারী) আটক করা হয়। আটক পুরুষের নাম মো. জাবের শিকদার, পিতা- আব্দুল সোলেমান শিকদার, গ্রাম- জয়পুর, নড়াইল।
অন্যদিকে, ভোর ৪টা ৫০ মিনিটে কুমিল্লাপাড়া বিওপি’র আওতায় এক নারীকে আটক করা হয়, যিনি বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে মাদক ও অবৈধ পারাপার রোধে বিজিবি’র নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।



Discussion about this post