
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ বাজার থেকে হোমিওপ্যাথি চিকিৎসার আড়ালে অবৈধভাবে অ্যালকোহল বিক্রির অভিযোগে শহিদুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামে এক হোমিও চিকিৎসককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নের বসুভান্ডারদহ গ্রামের মৃত সন্নত আলির ছেলে। তিনি ডিঙ্গেদহ বাজারে “আল-মদিনা হোমিও ডক্টর চেম্বার” নামে একটি প্রতিষ্ঠান চালাতেন।
পুলিশ জানায়, অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হোমিও চিকিৎসার নামে মাদকসেবীদের কাছে অ্যালকোহল বিক্রির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একটি টিম অভিযান চালিয়ে তার চেম্বার থেকে ২৫ বোতল অ্যালকোহল জব্দ করে। তিনি এসব অ্যালকোহলের কোনো বৈধ লাইসেন্স দেখাতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, “নিয়ম অনুযায়ী একজন হোমিও চিকিৎসক সর্বোচ্চ ১–২ বোতল অ্যালকোহল মজুদ রাখতে পারেন। কিন্তু শহিদুল ইসলাম চিকিৎসার আড়ালে মাদকসেবীদের কাছে এসব বিক্রি করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”
গ্রেপ্তারের পর দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।



Discussion about this post