
স্টাফ রিপোর্টার:- গাজীপুর, ৫ জুলাই: শনিবার সন্ধ্যা ৭:৩০ টায় “সকাল সন্ধ্যা হোমিও হল”, উত্তর বিলাসপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয় বৃহত্তর কুষ্টিয়া সমিতি গাজীপুরের সাধারণ সভা। অবসরপ্রাপ্ত প্রকৌশলী আলহাজ্ব মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় সমিতির সভাপতির শূন্যপদে তাকেই সভাপতি হিসেবে মনোনীত করা হয়। একই সঙ্গে খোন্দকার শাহিদুল হককে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সভায় জানানো হয়, ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য শূন্যপদসমূহ সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন দেবেন এবং তা পূরণ করা হবে। নতুন নেতৃত্বের অধীনে এই কমিটি আগামী দুই বছরের অবশিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করবে। সভা শেষে সমিতির সদস্যরা নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের অগ্রগতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



Discussion about this post