
শেখ মামুনুর রশীদ মামুন :- ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদের নেতৃত্বে ত্রিশাল উপজেলায় অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে চলমান অভিযান পেয়েছে দৃশ্যমান সাফল্য। শান্তিপূর্ণ ও নিরাপদ ত্রিশাল গঠনের লক্ষ্যে ওসি মনসুর আহাম্মদ নিয়মিত মাঠে থেকে কাজ করে যাচ্ছেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নিয়মিত মাদক বিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধে টহল জোরদার, এবং সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তিনি। ত্রিশাল থানা এলাকাবাসীর অনেকেই জানান, ওসি মনসুর আহাম্মদের নেতৃত্বে পুলিশের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিনি শুধু থানায় বসে দায়িত্ব পালন করছেন না, বরং সরেজমিনে গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন। ওসি মনসুর আহাম্মদ বলেন, “ত্রিশালকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন।” উল্লেখ্য, তার এই ধারাবাহিক ও নিরলস প্রচেষ্টায় ত্রিশালে অপরাধের হার কমে এসেছে বলেও জানা গেছে।



Discussion about this post