
স্টাফ রিপোর্টার :- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা কারাগার পরিদর্শন করেন। আজ সোমবার, ৭ জুলাই পরিদর্শনকালে তিনি কারাগারের ভেতরে কারাবন্দীদের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা, আবাসন, চিকিৎসা, খাদ্য ও প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং এসব বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য গ্রহণ করেন। জেলা প্রশাসক কারাবন্দীদের কল্যাণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করেন এবং কারা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামিউল আজম, জেলার ও কারা কর্তৃপক্ষসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



Discussion about this post