
নিজস্ব প্রতিবেদক:- বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় গাছা থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামী গাজীপুর মহানগরীর গাছা থানা আ’লীগ নেতা ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুজ্জামান জুয়েল মণ্ডলকে (৪৯) গ্রেফতার করেছে ডিএমপি ডিবি পুলিশের সদস্যরা। গতকাল সোমবার (৭জুলাই) ডিএমপি ডিবি ঢাকার একটি দল ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনী প্রকৃয়া অনুসরণ করে গাজীপুরের গাছা থানায় হস্তান্তর করা হয়। রাশেদুজ্জামান জুয়েল মণ্ডল গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। তিনি নগরীর গাছা থানার ৩৭নং ওয়ার্ডের চান্দরা এলাকার মৃত আব্দুল হাই ও মমতাজ বেগম দম্পতির ছেলে। গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নতুন সময়কে। তিনি জানান ডিএমপি ডিবি পুলিশের একটি দল তাকে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করে গাছা থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে গত বছরের আগস্ট সেপ্টেম্বর মাসের একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পোর্দ করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।



Discussion about this post