
রমজান মিয়া , ব্রাহ্মণবাড়িয়া:- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা জনপদ। এ নির্মম ঘটনার প্রতিবাদে সরাইল থানার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে বিশাল মানববন্ধন করেছেন। মঙ্গলবার (তারিখ দিন) দুপুর ১২টায় সরাইল সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সরাইল থানার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী ও সমাজের সচেতন নাগরিকরা। বক্তারা বলেন, “পঞ্চম শ্রেণির একটি শিশুকে যারা নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করেছে, তারা কোনোভাবেই মানুষ হতে পারে না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই—এমন শাস্তি যেন ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”
মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের কাছে দ্রুততম সময়ে অপরাধীদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাগুলোতে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে পড়ে। শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষে একটি মৌন মিছিল বের করা হয় যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উল্লেখ্য, শাহবাজপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাইমুনা আক্তার ময়নাকে সম্প্রতি ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, “এ ঘটনায় যদি দ্রুত বিচার না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।”



Discussion about this post