
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি:- চুয়াডাঙ্গার দর্শনায় ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার আয়োজনে ‘লোকমোর্চার কার্যক্রম পর্যালোচনা ও করণীয় বিষয়ক’ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় দর্শনায় সংস্থার ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন দর্শনা থানা লোকমোর্চার সভাপতি প্রফেসার আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী উপপরিচালক নাফিসা আলী সূচনা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি,সাবেক সভাপতি এ্যাডঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি এ্যাঃ শাজাহান মুকুল, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চার সভাপতি এ্যাঃ মানিক আকবর,জীবননগর লোকমোর্চার সহসভাপতি মোঃ শাজাহান আলী,দর্শনা থানা লোকমোর্চার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, ওয়েভ ফাউন্ডেশনের উপপরিচালক জহির রায়হান,জীবননগর উপজেলা লোকোর্মোচার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,মাহমুদ হাসান রনি প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন,ওয়েভ ফাউন্ডেশনের প্রগ্রাম কোঅর্ডিনেটর কামরুজ্জামান যুদ্ধ ও আঃ আলীম সজল। মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি ০১৯১২৯৯৫১০৩ ৮/৭/২৫



Discussion about this post