
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নিখোঁজের ৫ দিন পর গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম এলাকায় সাড়ে পাঁচ বছরের শিশু নাবিলা কানিজ নাবার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে নগরীর ৩১নং ওয়ার্ডের ধীরাশ্রম দক্ষিণখানে ওই কারখানার পাশের ঝোপের ভেতর থেকে তার চাচা বস্তাবন্দি শিশুটির মৃতদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
শিশুটির চাচা মিজান জানান, শিশু নাবার বাবা নাসির মিয়া আড়াই বছর ধরে মালয়েশিয়ার একটি প্লাস্টিক কারখানায় চাকরি করেন। তার ২ বছরের আরেকটি মেয়ে রয়েছে। তার ভায়রাভাই সাদেকুলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে তার পরিবার। গত ৯ জুলাই বিকাল ৪টায় নাবিলার নিখোঁজের পর আমরা সদর মেট্রো থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। আমরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও সন্ধান চেয়ে পোস্ট দিয়েছিলাম। আমরা বুঝতে পারছি না এই শিশুটিকে কেন হত্যা করা হলো। আমরা চাই দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন করে খুনিদের আইনের আওতায় আনা হোক।
গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদি হাসান জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post