
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার:- ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম বলেন, যারা সাভারের শান্তি নষ্ট করতে চায়,তারা সাভারের শত্রু,জনগণের শত্রু। সোমবার ( ১৪ জুলাই) রাতে সাভার পৌরসভার ছায়াবীথি এলাকায় নিজ বাসভবনে আয়োজিত জাগ্রত সোসাইটির নব গঠিত কমিটির দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি এসময় আরো বলেন,সাভার পৌর সভায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সকলকে এক সাথে কাজ করে যেতে হবে। যাতে করে সাভারের ছিনতাই, মাদক,চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ মুলক কাজকে রোদ করা যায়। জাগ্রত সোসাইটির দায়িত্বরত নৈশ প্রহরীদের উদ্দেশ্যে খোরশেদ আলম বলেন,রাতে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। যাতে করে কোথাও কোনো অপরাধ সংগঠিত হতে না পারে। তার জন্য আমি আপনাদের পাশে আছি থাকবো। কারণ এই সাভারে আমার জম্ম আমি সাভারের সন্তান তাই সাভারকে আমি একটি নিরাপদ সাভার হিসেবে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে জাগ্রত সোসাইটির সভাপতি কায়কুবাদ মোঃ শরিফুজ্জামানের সভাপতিত্বে জাগ্রত সোসাইটির নব গঠিত কমিটির কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন,পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব রাকিব হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। এর আগে প্রধান অতিথি লায়ন মোঃ খোরশেদ আলম নব গঠিত কমিটির নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।



Discussion about this post