
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে গাজীপুর মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গাজীপুর মহানগর শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজার নেতৃত্ব আজ বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলটি জয়দেবপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন থানার নেতাকর্মীসহ শত শত দলীয় কর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে গাজীপুর মহানগর যুবদলের সদস্য এস এম মাহিবুর রশীদ মারুফের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে গাজীপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ইমরান রেজা বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। অতীতেও ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও হবে।
তিনি আরও বলেন, গাজীপুরের মাটি ও মানুষ তারেক রহমানের প্রতি অনুগত। এখানে কোনো ষড়যন্ত্রের ঠাঁই নেই। যুবদলের নেতাকর্মীরা সবসময় প্রস্তুত আছে ষড়যন্ত্রের মোকাবেলায়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।



Discussion about this post