
স্টাফ রিপোর্টার, গাজীপুর:- গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ২ নম্বর ওয়ার্ডের ভবানীপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন গলিত লাশ উদ্ধার করেছে কাশিমপুর থানা পুলিশ। আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে ভবানীপুর বিগ বস গার্মেন্টসের পাশ থেকে গলিত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গলিত লাশ মধ্যে মাথার খুলি, হাত-পা ও মেরুদণ্ডের হাড় ছিল ছিন্নভিন্ন অবস্থায়।
এলাকাবাসী জানায়, সকালে স্থানীয় কয়েকজন শিশু ওই এলাকার মাঠে খেলতে গিয়ে তীব্র দুর্গন্ধ পায়। পরে বিষয়টি এক বড় ভাইকে জানালে তিনি দুর্গন্ধ অনুসরণ করে একটি বস্তা দেখতে পান। তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলিতে লাশ উদ্ধার করে।
কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন গলিতা লাশ উদ্ধার করি। এটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্টের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে সন্দেহ করছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানানো হয়েছে।



Discussion about this post