
নেত্রকোনা প্রতিনিধি:- নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার সকাল ৭টায় শহরে জেলা কারাগারের সামনে থেকে এক প্রতীকী ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়,যেখানে স্থানীয় জনগণ,শিক্ষার্থী ও ক্রীড়াবিদদের সক্রিয় অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি,শরীরচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি এবং ক্রীড়ার প্রতি উৎসাহ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ম্যারাথনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,স্থানীয় ক্রীড়া সংস্থা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠান শেষে প্রতীকী ম্যারাথনের বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার,মির্জা সায়েম মাহমুদ যিনি অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং সমাজে ক্রীড়া ও সুস্থ সংস্কৃতি বিকাশে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (সার্বিক) সুখময় সরকার,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,মেজর সৈয়দ আবু বকর সিদ্দিকী। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পুরো জুলাই ও আগস্ট মাস জুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।



Discussion about this post