
আল আমিন, নাটোর প্রতিনিধি :- “এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি ” এই প্রতিপাদ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের ৮ জন স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে নাটোর জেলা স্টেডিয়ামে পাশে জুলাই গণঅভ্যুত্থানে ৮ জন শহীদদের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত,কৃষি উপ-পরিচালক মোঃ হাবিবুল ইসলাম খান নাটোর সদরের নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান,বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনের নাটোর জেলার আহবায়ক আব্দুস সামাদ শিশির সহ শহীদ পরিবার ও সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।



Discussion about this post