
স্টাফ রিপোর্টার ঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শনিবার বিকেল ৪টায় গাজীপুর মহানগরীর গাছা বোর্ড বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদল। গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খানের নেতৃত্বে মিছিলটি স্থানীয় গাছা রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়, বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদের সামনে এসে শেষ হয়। এসময় সংক্ষিপ্ত সমাবেশে গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান বলেন, বিএনপি যাতে ক্ষমতায় যেতে না পারে সেজন্য ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন ষড়যন্ত্রে মেতে উঠেছে। এদের ষড়যন্ত্র ও অপপ্রচারের ব্যাপারের সকলকে সজাগ থাকতে হবে। এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবি রাজু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা মোঃ হারুনুর রশিদ খান, বিএনপি যুবদলের নেতা মোঃ মতিউর রহমান মৃধা, বিএনপি নেতা মো: দানিছুর রহমান দিদার, হাজী আবুল কাশেম, মাওলানা মানসুর রহমান, কামরুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদিন, মাওলানা আবুল কালাম আজাদ, মনির হোসেন খান, মোঃ শফিউল্লাহ খান বকুল, শরীফ সরকার, বেলায়েত মাস্টার, ইব্রাহিম হোসেন, মহিনুদ্দিন মহিন, আলম মাস্টার, মোতাহার হোসেন, আব্দুস সামাদ, আব্দুল মান্নান, মো: আনিসুর রহমান, মোঃ মোখলেছুর রহমান, মোঃ সাদিকুর রহমান টিপু প্রমুখ। অন্যদিকে বিকেল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে বোর্ডবাজার এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এস এম মোমিনুর রহমান। মিছিলে গাজীপুর মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এসময় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে উঠে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এস এম মোমিনুর রহমান বলেন, “যারা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে—তাদের অস্তিত্বই আজ হুমকির মুখে। জনগণ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।”



Discussion about this post