
মোঃ মোস্তফা মিয়া টঙ্গী গাজীপুর প্রতিনিধ :- গাজীপুর মহানগররী টঙ্গীতে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বেলা ১১টায় টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডস্থ টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এ আয়োজন করে টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, “নুরুল ইসলাম ছিলেন একজন সাহসী ও দূরদর্শী শিল্পোদ্যোক্তা। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে তিনি কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছেন। সততা, সাহসিকতা ও নেতৃত্বের গুণে তিনি হয়ে উঠেছেন শিল্পখাতের এক অনন্য মডেল।”
এ সময় তিনি আরও বলেন, “নুরুল ইসলাম মিডিয়া প্রতিষ্ঠার মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতাকে সুদৃঢ় করেছেন। সাদাকে সাদা ও কালোকে কালো বলার সাহসিকতা দেখিয়ে তিনি গণমাধ্যমকে উন্নত পর্যায়ে পৌঁছে দেন।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী শিল্পাঞ্চল প্রতিনিধি আনোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক অমল চন্দ্র ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: গাজীপুর জেলা প্রেসক্লাব সভাপতি এ কে এম রিপন আনসারী, সাংবাদিক এসএম মনির উদ্দিন, মোহাম্মদ আলী ভূঁইয়া, মৃণাল চৌধুরী সৈকত, শংকর রায়,আবু সালেহ মুসা, জাহাঙ্গীর আকন্দ,সুজন সারোয়ার, টঙ্গী বন্ধু সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আল-আমিন হোসেন, সাধারণ সম্পাদক শেখ রাজিব হাসান, সহ সভাপতি মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ নুরুজ্জামান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর শেখ, বি এ রায়হান, শাহিন মোল্লা,মাহবুব জিলানী তাওহীদুল ইসলাম,পাপেল মিয়াসহ অনেকে। আলোচনায় বক্তারা বলেন, নুরুল ইসলাম বাবুল কেবল একজন সফল শিল্পপতি ছিলেন না, তিনি ছিলেন দেশের উন্নয়ন ও সমাজকল্যাণে নিবেদিতপ্রাণ একজন দেশপ্রেমিক। অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন ক্বারী মো. নুর আলম। একই সঙ্গে তার সহধর্মিণী যমুনা গ্রুপের চেয়ারম্যান ও যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পরিশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।



Discussion about this post