
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, সবুজ পল্লবে স্মৃতি অম্নান’ এই স্লোগানে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে শহরের বঙ্গ তাজ অডিটোরিয়ামে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক দল গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. আতাউর রহমান। সিনিয়র সহ সভাপতি ময়েজউদ্দিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খান জাহিদুল ইসলাম নিপু, মহানগর বিএনপি নেতা মো. হান্নান মিয়া হান্নু, আকম মোফাজ্জল হোসেন, জয়নাল আবেদীন তালুকদার, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী আনোয়ারা বেগম, মহানগর কৃষকদল নেতা জাকির হোসেন তারেক, জাকির হোসেন, সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, সহিদুজ্জামান সরকার, জসিম উদ্দিন মায়া, দেলোয়ার হোসেন, বাবুল হোসেন, রহমত উল্লাহ, বাবুল হোসেন, সাইফুল ইসলাম আতা প্রমুখ।



Discussion about this post