
সোনারগাঁও প্রতিনিধি:- নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আওতাধীন জাদুঘর ৩ নম্বর গেট হইতে বাগমুছা, আবুল বাসার মিয়া রোডে চলমান গাইড ওয়াল নির্মাণ নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের যৌথ সমন্বয়ে কাজের পরিকল্পনা থাকলেও বাস্তবে চলছে নামমাত্র কাজ, তাও নিম্নমানের উপকরণ ব্যবহার করে। সরেজমিন ঘুরে দেখা গেছে, নির্মাণকাজে ব্যবহৃত বালি-মাটি নিম্নমানের, ইটগুলো ভাঙা ও পুরাতন, সিমেন্টের পরিমাণ প্রয়োজনের তুলনায় অনেক কম। কাজের কোথাও কোনো প্রকার ডিজাইন বা নকশা অনুসরণ করা হয়নি। গাইড ওয়ালের উচ্চতা, প্রস্থ ও গভীরতাও নিয়ম অনুযায়ী নয় বলে অভিযোগ স্থানীয় প্রকৌশল বিশেষজ্ঞদের।
এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার আবিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঠিকাদারকে বারবার বলেছি প্রকল্প অনুযায়ী গাইড ওয়াল নির্মাণ করতে, কিন্তু তিনি বলেন, কাজ আমি নিয়েছি, যদি বালি-ইট বেশি দেই, তাহলে আমার লোকসান হবে। তাই কাজ কিভাবে করবো, সেটা আমিই বুঝবো। এই ধরনের মনোভাব প্রকল্পের স্বচ্ছতা ও মান বজায় রাখায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানান স্থানীয় সচেতন নাগরিকরা। স্থানীয় বাসিন্দা মোঃ আনোয়ার হোসেন বলেন, এই রাস্তা আমাদের প্রধান চলাচলের পথ। গাইড ওয়াল ভালো না হলে হালকা বৃষ্টিতেই ভেঙে যাবে। তখন আবার আমাদের কাঁদতে হবে।
অপর এক বাসিন্দা শারমিন আক্তার বলেন, দেখতে তো মনে হয় শুধু দেখানোর জন্য কাজ হচ্ছে। কোনো পর্যবেক্ষণ বা তদারকি নেই। এত টাকা খরচ হচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎ দুর্ভোগ বাড়বে । বৃষ্টির সময় পানির চাপ সহ্য করতে না পেরে গাইড ওয়াল ধসে পড়তে পারে, রাস্তা ও পাশের ঘরবাড়ি ঝুঁকির মধ্যে পড়বে, সরকারি অর্থ অপচয় হবে এবং ভবিষ্যতে আবার নতুন করে কাজ করতে হবে জনগণের আস্থা হারাবে পৌর প্রশাসক ও প্রকৌশল বিভাগ। করনিয় ছিল প্রকল্প শুরু হওয়ার আগে পূর্ণাঙ্গ ডিজাইন ও অনুমোদন প্রকাশ্যে টানানো, ইঞ্জিনিয়ার কর্তৃক নিয়মিত তদারকি ও কাজের মান যাচাই, গণশুনানি ও জনগণের মতামত অনুযায়ী প্রকল্পের অগ্রগতি প্রকাশ, নিম্নমানের উপকরণ ব্যবহার বন্ধে জরুরি নজরদারি, দায়ী ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ একটি পৌর এলাকায় এমন অনিয়ম দুঃখজনক। প্রকল্পটি জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হচ্ছে, ফলে দায়িত্বশীল কর্তৃপক্ষের উচিত দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। নয়তো ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা থাকবে।



Discussion about this post