
স্টাফ রিপোর্টার অভি খায়রুল ইসলাম সাভার। সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় দুই যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২১ জুলাই) বিকেলে আকরাইন বালুর মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আহত শরীফুল ইসলামের পিতা ফজল আলী শেখ বলেন, “গত ১৯ জুলাই সন্ধ্যার দিকে আমার ছেলে মো. শরীফুল ইসলাম ও তার বন্ধু মো. রবিউল ইসলাম রবিন খাগান এলাকার সাত্তার মিয়ার মার্কেটের সামনে অবস্থান করছিল। সেসময় কে বা কারা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।” তিনি জানান, “আমার ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল ইসলামও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আমি এ ঘটনায় সাভার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।” আহতরা হলেন, শরীফুল ইসলাম (২৪) ও রবিউল ইসলাম রবিন (২৫)। এদের মধ্যে শরীফুল ইসলামের অবস্থা এখনও আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।



Discussion about this post