
গাজীপুর প্রতিনিধি:- বিচার, সংস্কার, গণ পরিষদ নির্বাচন, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ গাজীপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এনসিপির নেতারা। সংবাদে সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলি নাসের খান। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবী ও এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারী, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ কেন্দ্রীয় সংগঠকরা গাজীপুরের কালিয়াকৈর হয়ে মাওনা দিয়ে জয়দেবপুর রাজবাড়ি মাঠে মিলিত হবে। গাজীপুর জেলা ও মহানগর এনসিপির আয়োজনে বিকেল চারটায় সেখানে ভাষণ দেবেন তারা। লাখো লোকের সমাগম হবে প্রত্যাশা এনসিপির নেতাকর্মীদের। নানা ধরণের উস্কানি ও নাশকতার হুমকির মুখে পদযাত্রা ও সমাবেশের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলেও আলী নাসের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন ডেড ইস্যু। গাজীপুরের আওয়ামীলীগ এখন ডাইনোসরে রূপ নিয়েছে। এটা জীবষ্ম জা¦ালানী হয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোনো বড় ধরণের থ্রেট নেই। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ্ আল মুহিম, মো. মহসিন উদ্দিন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুরের সাবেক আহ্বায়ক নাবিল আল ওয়ালিদসহ জেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



Discussion about this post