
মানষিক ভারসাম্যহীন মোঃ সেলিম হোসেন মিরপুর থেকে নিখোঁজ হয়েছে। এক মাস অতিবাহিত হয়ে গেলেও এখনো তাকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজের বিবরনঃ নামঃ মোঃ সেলিম হোসেন বয়সঃ ৩৫ বছর মানষিক ভারসাম্যহীন পিতার নামঃ আবু সাঈদ মাতার নামঃ লুৎফা বেগম গায়ের রংঃ শ্যামলা বর্নের উচ্চতাঃ ৫ ফুট ৬ ইঞ্চি মুখমন্ডলঃ গোলাকার নিদিষ্ট চিহ্নঃ ডান হাতে কনুই এর উপর দা এর কোপ। নিখোঁজের তারিখঃ ১৮ জুন ২০২৫ তারিখ বুধবার সকাল ১০ ঘটিকা। হারানোর সময় পরিহিত পোশাকের বিবরণঃ পরনের ছিলো কালো ট্রাউজার এবং সাদা হাফ শার্ট এর মধ্যে কালো ফুটফুটে ছাপ। যেখান থেকে হারিয়ে গেছেঃ ঢাকা মিরপুর -১ থেকে। থানার নামঃ দারুসসালাম, মিরপুর-১, ঢাকা – ১২১৬ জিডি নংঃ ৮৯৭ যদি কেহ নিখোঁজের খোঁজ পেয়ে থাকেন কিংবা কোন তথ্য জানা থাকে, দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগঃ মোঃ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফোর ম্যান ফোর্স। মোবাইলঃ 01590022334 তথ্যদাতাঃ নিখোঁজের পরিবার। নিখোঁজের খোঁজ পেতে দয়া করে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ারে হাসি ফুটবে পরিবারে।



Discussion about this post