
স্টাফ রিপোর্টার :- গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের বড়চালা গ্রামে অবৈধ মাটি কাটার প্রতিবাদ করায় গত রোববার বিকেলে মোঃ রাসেলকে (২০) কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ভূমি দস্যুরা। সে ওই গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে। এ ঘটনার বিচারের দাবিতে ঢাকা— কাপাসিয়া— কিশোরগঞ্জ সড়কের উজুলী দিঘিরপাড় এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। আহত রাসেলের পিতা মোঃ ফজলুল হক জানান, উপজেলার টোক ইউনিয়নের বড়চালা গ্রামের সাত্তার মিয়ার ছেলে মোঃ রনি (২৮) ও তার বোন মৌসুমী আক্তার (২৬) এলাকার চিহ্নিত মাদক কারবারি এবং অবৈধ মাটি কারবারি। তাদের বসত বাড়ির পাশের রাস্তা দিয়ে গভীর রাতে মাটির গাড়ি আসা যাওয়াার ফলে তাদের এলাকার মানুষের ঘুমের ব্যাঘাত ঘটে এবং রাস্তাটিও ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে তার ছেলে রাসেল অবৈধ মাটি কাটার বিষয়ে তাদেরকে নিষেধ করে। এতে রনি ও মৌসুমী ক্ষিপ্ত হয়ে গত রোববার বিকেলে ওই গ্রামের বাবুলের মুদি দোকানের সামনে রাসেলের উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাপাতালে রেফার করেন। এ ঘটনায় ফজজলুল হক বাদী হয়ে রোববার রাতে রনি ও মৌসুমীকে আসামী করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। প্রায় দেড় শতাধিক এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ শেষে বক্তারা অবিলম্বে রনি ও মৌসুমীকে গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি জানান। এ সময় অন্যদের মাঝে বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রুহুল আমীন, যুবদল নেতা আশরাফুল সানি, সেলিম হোসেন, সোহেল রানা প্রমুখ। কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



Discussion about this post