
স্টাফ রিপোর্টার:- অভি খায়রুল ইসলাম, সাভার। জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-শ্রমিক-জনতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং “আমাদের কথা, আমরাই বলবো” এই স্লোগানে অনুষ্ঠিত হয় বিএনপির এক বিশেষ স্মরণসভা ও সমাবেশ। ঢাকা জেলা বিএনপির আয়োজনে আশুলিয়ার শ্রীপুর দারুল ইহসান মাদ্রাসা মাঠে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ধামরাই থানা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন, এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলমসহ আরও অনেক জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১টার মধ্যেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে অংশগ্রহণকারী ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লায়ন খোরশেদ আলম বলেন, “আজকের এই স্মরণ সভার মাধ্যমে আমরা গত বছর ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেই ছাত্র-জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী আমরা দলকে আরও সংগঠিত ও উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করছি।”



Discussion about this post