
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দল। আজ শুক্রবার বিকেলে কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল আলম রবির নেতৃত্বে মিছিলটি টাটা পাম্পের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহীন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোনাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মতিন সরকার, রাশেদ খান মিলন, ইসমাইল হোসেন, রিয়াজ হোসেন, খোরশেদ আলম, বাবু মোল্লা, ইমরান শিশির, মিলন হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।



Discussion about this post