
স্টাফ রিপোর্টার, অভি খায়রুল ইসলাম সাভার:- আজ ধামরাই উপজেলার আইনগঞ্জ মসজিদের সামনে সুইপার জনকল্যাণ সংগঠনের পক্ষ থেকে বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুইপার জনকল্যাণ সংগঠনের চেয়ারম্যান মোঃ সুলতান সেখ। বক্তব্যই সুলতান সেখ বলেনআমরা যে শহরে, গ্রামে, বা পাড়ায় বসবাস করি—সেটি আমাদেরই দ্বিতীয় বাড়ি। এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে আমি বলতে চাই—আমরা শুধু ময়লা পরিষ্কার করি না, আমরা সমাজকে রোগমুক্ত রাখার জন্য প্রতিদিন সংগ্রাম করি।রাস্তা, ড্রেন বা খালের পাশে ময়লা ফেলা বন্ধ করুন। নির্ধারিত ডাস্টবিন ব্যবহার করুন।প্লাস্টিক ও পলিথিন ব্যবহার কমান: পলিথিন মাটি ও পরিবেশের শত্রু। কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। ড্রেন পরিষ্কার রাখতে সহায়তা করুন। আমাদের কর্মীরা নিয়মিত পরিশ্রম করেন, কিন্তু জনগণের সহায়তা ছাড়া এই শহর পরিষ্কার রাখা সম্ভব নাপরিচ্ছন্নতাকর্মীদের সম্মান দিন: আমাদের কাজকে ছোট মনে না করে সম্মান করুন। আমরা গর্বিত যে আমরা সমাজের সবচেয়ে জরুরি কাজ করি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ধামরাই উপজেলা কমিটির সভাপতি মোঃ জহিরুল ইসলাম মোঃ আলী আজগর সপন মিয়া আব্দুর সামাদ সফিকুল ইসলাম শামীম হোসেন সহ-সুইপার জনকল্যান সংগঠনের সকল সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এলাকার ব্যক্তিবর্গ বিভিন্ন নেতাকর্মী সুইপার জনকল্যাণ সংগঠনকে আরো ভালোভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন এবং সার্বিকভাবে সহযোগিতা করতে চেয়েছেন। মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়।



Discussion about this post