
আল আমিন, নাটোর প্রতিনিধি :- সম্প্রতি নাটোরের মাধনগর রেলস্টেশনে রেল লাইনে শিকল দিয়ে পেঁচিয়ে তালা মেরে রাখে দুষ্কৃতিকারীরা।এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় কোন ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পায় ট্রেন। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।সংঙ্কা তৈরি হয় রেললাইনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। ৫ ই আগষ্টকে কেন্দ্র করে দেশে যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে রেল লাইনে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়।রাতে টর্চ লাইট জালিয়ে গুরুত্বপূর্ণ স্থানে রেললাইন পাহারার ব্যবস্থা করা হয়। এ বিষয়ে নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার মোছাঃ কামরুন্নাহার বলেন,ট্রেন চলাচল নির্বিঘ্ন করতে এবং যাত্রী সেবা চালু রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে।প্রতিটি গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানে রাতে টর্চ জ্বালিয়ে রেললাইন পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে নাটরের পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন বলেন, রেলপথ ও সড়ক পথ যে কোন স্থানে যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলা পুলিশ বদ্ধপরিকর।সম্প্রতি নাটোর মাধনগর রেলস্টেশনে যে ঘটনা ঘটেছে এটা অন্য অনাকাঙ্খিত। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে দোষীদের আইনের আওতায় আনা হবে।



Discussion about this post