
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমান খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য সামগ্রি লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদের হামলায় তিনজন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ৩টার দিকে সিটি করপোরেশনের বোর্ড বাজারের কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তারা বাড়ির মূল দরজা ভেঙে বাড়িতে ঢুকে কেয়ার টেকার হিজবুল্লাহকে মারধর করে। এ সময় তাকে বেঁধে রেখে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে। পরে হাফিজুর রহমানের স্ত্রীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে চাবি নিয়ে নগদ ২ লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল ও মালামাল লুট করে পালিয়ে যায়। ডাকাতদের হামলায় কেয়ার টেকারসহ তিনজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি দা, একটি ককটেল জব্দ করেছে পুলিশ।
সাবেক সিভিল সার্জন হাফিজুর রহমানের ছেলে ডা. মোসফিকুজ সালেহীন বলেন, ডাকাতরা আমাদের বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দুই লাখ টাকা, ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ও অন্যান্য জিনিসপত্র লুট করেছে। আমার বাবা অসুস্থ এবং বয়োজ্যেষ্ঠ। আমরা আমাদের পরিবারের নিরাপত্তা ও লুন্ঠিত মালামাল ফেরত চাই। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ডাকাতরা যাওয়ার সময় বাড়ির সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে। আশা করি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।



Discussion about this post