
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার:- সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ জাল টাকা ও ভারতীয় জাল রুপি উদ্ধার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় রফিকুল ইসলাম ওরফে রফিক (৪২) নামের এক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার কুন্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।
আজ রোববার (১৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জালাল উদ্দিন। গ্রেপ্তার রফিক বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার বাখরখাঠী এলাকার মৃত মান্নান সিকদারের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার কুন্ডলবাগ এলাকায় বসবাস করছিলেন। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রফিকের হেফাজত থেকে ভারতীয় ৩৯,৫০০ জাল রুপি (৫০০ রুপির ৭৯টি নোট) এবং বাংলাদেশি ১,১৬,০০০ জাল টাকা (৫০০ টাকার ২৩২টি নোট) উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে সাভার, আশুলিয়া, ধামরাইসহ আশপাশের এলাকায় জাল টাকা ও ভারতীয় জাল রুপি সরবরাহ ও বেচাকেনার সঙ্গে জড়িত ছিল। ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মোঃ জালাল উদ্দিন জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।



Discussion about this post