
শফিকুল ইসলাম শিমুল,গাজীপুর মহানগর প্রতিনিধি:- গাজীপুরের টঙ্গীতে তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাছিমা আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সহকারী উপপরিদর্শক (এএসআই) সাঈদ হোসেন গুরুতর আহত হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার মাদারীপুরের শিবচর থানার দক্ষিণ বাঁশকান্দি গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। স্বামীর নাম আরিফ হোসেন। তিনি স্বপরিবারে গাজীপুরের গাছা থানার কামারজুরী এলাকায় বসবাস করতেন। নিহতের ভাতিজি নুসরাত জাহান রিয়া জানান, নাছিমা অন্তঃসত্ত্বা ছিলেন। ভাসুর এএসআই সাঈদ হোসেনের সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার পথে এ দুর্ঘটনায় পড়েন তারা। দুর্ঘটনার পর পুলিশ দু’জনকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাছিমা আক্তারকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দর হাবীবুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Discussion about this post