
আল আমিন, নাটোর প্রতিনিধি:- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা ফ্যাসিস্টদের বিচার চাই, সংস্কার ও নির্বাচন চাই। কারণ নির্বাচন যদি যথাযথ সময়ের মধ্যে না হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র বিপন্ন হতে পারে। তাই গণতন্ত্রের স্বার্থে নির্ধারিত সময়েই নির্বাচন দিতে হবে।’ আজ মঙ্গলবার (১৯ আগস্ট) জাতীয় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ডে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান একটি পরিচ্ছন্ন রাজনীতি চান। আগামী দিনের মানুষের বিশ্বাস ভালোবাসা-আস্থা-প্রত্যাশা অর্জন করতে হবে। ‘গত ১৫ বছর এ দেশের সাধারণ মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাছে জিম্মি ছিল। আমরা তাদের অত্যাচারে পালিয়ে বেড়িয়েছি। জেল-জুলুম-অত্যাচার সহ্য করতে হয়েছে।
আমরা চাই না নাটোরের সাধারণ মানুষ, ব্যবসায়ী যেন বিএনপির কোনো নেতাকর্মীর কাছে জিম্মি বা অসম্মানিত না হয়। আমি এর আগে বহুবার বলেছি যারা বিএনপির নাম দিয়ে সন্ত্রাস, অন্যায় ও চাঁদাবাজি করবে তাদের স্থান স্বেচ্ছাসেবক দল ও বিএনপিতে হবে না। সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কারণ শহীদ জিয়াউর রহমান যখন গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাকে হত্যা করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। তাই বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা এমন কোনো বক্তব্য রাখবেন না যাতে করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন পুনর্বাসিত হতে পারে। কারণ আপনাদের বক্তব্যের সুযোগ ফ্যাসিস্টরা যোগাযোগ শুরু করেছে। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে। গণতন্ত্রে সমালোচনা থাকবেই। প্রয়োজনে আপনারা আমারও সমালোচনা করুন। কিন্তু বিভেদের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট শক্তি পুনর্বাসন হতে পারে এমন কোনো সুযোগ দেওয়া ঠিক হবে না।
এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির প্রমুখ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, দাউদার মাহমুদ, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার।



Discussion about this post