
নজরুল ইসলাম,গাজীপুর:- বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম বাবুলকে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে গাজীপুর সদর উপজেলা কৃষক দল। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭ টার সময় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় উপজেলা কৃষক দলের নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেম্বার বাড়ি আমতলা থেকে মেম্বার বাড়ি বাজার প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। গাজীপুর সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন,যুগ্ন আহবায়ক জিলাল উদ্দিন জিলাল,সেলিম মিয়া,ডাঃ সিরাজ,ফারুক সরকার,আজিজুল ইসলাম,আবু সাঈদ,ওসমান গনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা বলেন, “শহিদুল ইসলাম বাবুল একজন জনপ্রিয় কৃষক নেতা। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে প্রেরণ করেছে। আমাদের জনপ্রিয় নেতাকে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা যাবে না।অবিলম্বে আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।” বক্তব্যে উপস্থিত নেতৃবন্দরা অবিলম্বে শহিদুল ইসলাম বাবুলের মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।



Discussion about this post