
মানসুরা আক্তার কাকলী, স্টাফ রিপোর্টার :- গাজীপুরের কাশিমপুরে মানিকগঞ্জ সড়ক বিভাগের প্রায় তিন একর সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করছেন স্থানীয় ওসমান গনি ও তার ছেলে রায়হান। অভিযোগ রয়েছে, সড়ক বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে আঁতাত করে তারা এই জমি ভোগ করছেন। প্রায় ১৩ বছর ধরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী এলাকায় ময়লার বর্জ্য ফেলে পাহাড় তৈরি করা হয়েছে। এতে আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে, শ্রমিকদের চলাচলে দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, প্রশাসন বিষয়টি জানলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওসমান গনির বিরুদ্ধে প্রতিবাদ করলে তাৎক্ষণিক প্রতিহিংসার শিকার হতে হয়। তিনি নিজেকে ক্ষমতার বলয়ে আছেন দাবি করে প্রকাশ্যে দাপট দেখাচ্ছেন। ফলে দিন দিন এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে, পাশাপাশি গাজীপুর সিটি কর্পোরেশনও হারাচ্ছে বিপুল রাজস্ব। এ বিষয়ে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।



Discussion about this post