
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। আজ বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সদর থানা জামায়াতে ইসলামী এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে দলীয় নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী সালাহউদ্দিন আইউবী, সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমির অ্যাডভোকেট সাদেকুজ্জামান খান, মহানগর কর্মপরিষদ সদস্য আশরাফ আলী কাজল, সদর থানা জামায়াতের সেক্রেটারি রবিউল হক, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।
এ সময় সালাহউদ্দিন আইউবী বলেন, গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিংকে মারাত্মক ঝুঁকি নিয়ে মানুষ যাতায়াত করছে। ট্রেন চালাচলের কারণে শহরে প্রবেশ ও বের হওয়ার প্রধান এবং একমাত্র সড়কটি প্রতিদিন ৮-১০ ঘণ্টা বন্ধ রাখা হয়। এতে মানুষের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। নষ্ট হচ্ছে মূল্যবান কর্মঘণ্টা। অর্থনৈতিকভাবেও এর বিরূপ প্রভাব পড়ছে। সমস্যা সমাধানে দ্রুত ফ্লাইওভার নির্মাণ ছাড়া বিকল্প নেই। মানববন্ধন শেষে ৫ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়।



Discussion about this post