
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রবিউল হাসান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টিটেররিজম ইউনিট রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি)সদর থানাধীন সিটি কর্পোরেশন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন এটিইউর পুলিশ সুপার (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোছা. শিরিন আক্তার জাহান। তিনি জানান, আসামি মো. রবিউল হাসান লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জথানার লতাবর গ্রামের আইয়ুব আলীর সন্তান। কালীগঞ্জ থানার ২০২২ সাল ১ ফেব্রুয়ারির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৩(গ) মামলার পলাতক আসামি।
বিজ্ঞ জেলা ও দায়রা জজ, লালমনিরহাট মামলার বিচারকার্য শেষে চলতি বছরের ৩ জুলাই আসামি মো. রবিউল হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদানপূর্বক গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন। এছাড়াও মো. রবিউল হাসান রংপুর ও লালমনিরহাটের বিভিন্ন থানায় রুজুকৃত একাধিক মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তার এড়াতে মো. রবিউল হাসান গাজীপুরের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেন। কালীগঞ্জ থানার অধিযাচন পত্রের ভিত্তিতে এটিইউ নিজস্ব নজরদারী ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে জিএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে।



Discussion about this post