
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিআরডিবি আওতাধীন উপকারভোগীদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড ও ফলজ চারা বিতরন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটার ডায়াগনস্টিক ল্যাব কালিয়াকৈর উপজেলা বিআরডিবি কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কালিয়াকৈর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সূত্রে জানা গেছে, একজন ব্যক্তি ৩৬৫ টাকা দিয়ে একটি পারিবারিক স্বাস্থ্য কার্ড করলে ওই ব্যাক্তিসহ তার পরিবারের সকল সদস্য এক বছর ডাক্তারের ফি ছাড়াই একজন এমবিবিএস ডাক্তার দেখাতে পারবেন। এবং দুইশ’ ও তিনশ’ টাকা ফি দিয়ে যে কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন। সাধারন লোজনদেও কথা চিন্তা করে ও জনগন যাতে স্বল্প টাকায় চিকিৎসা গ্রহন করতে পারে সেই লক্ষ্যেই বিআরডিবি আওতাধীন উপকারভোগীদের মাঝে পারিবারিক স্বাস্থ্য কার্ড বিতরনের ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়া অনুষ্ঠান শেষে উপজেলা বিআরডিবি পক্ষ থেকে বিআরডিবি আওতাধীন উপকারভোগীদের মাঝে ফলজ চারা বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সুমন মোল্লান সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিআরডিবি’র উপপরিচালক লুৎফর রহমান, চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ব্রজেন্দ্র নাথ রায়, হাসপাতালের উপ-পরিচালক জিয়াউর রহমান, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেনসহ প্রমুখ।



Discussion about this post