
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোর জেলার লালপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করেছে। লালপুর উপজেলার দিয়ার বাহাদুরপুর মৌজায় ইজারা প্রাপ্ত হলেও, মোল্লা ট্রেডার্স নিয়ম-নীতির তোয়াক্কা না করে লালপুর মৌজার চর জাজিরা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, চর জাজিরা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমি হুমকির মুখে পড়ছে এবং নদীভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শহর রক্ষা বাঁধের অতি নিকটে বালু উত্তোলন করায় লালপুর শহরসহ আশপাশের এলাকায় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে এলাকাবাসী লালপুর ক্যাম্পে লিখিত অভিযোগ দাখিল করলে সেনাবাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনরতদের হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো:মাসুম শেখ (২৩), মো: আদিল শেখ (৩৩) ও মো:জাহিদুল ইসলাম(২৯)। আটককৃত সকলে কুষ্টিয়া জেলার ভেরামারা উপজেলার মোসলেমপুর গ্রামের বাসিন্দা। আটককৃত ব্যক্তিদের পুলিশি কার্যক্রমের জন্য লালপুর থানায় প্রেরণ করেছে সেনাবাহিনী। লালপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



Discussion about this post