
মো. সাগর খান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ৩১ জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, উক্ত কমিটির সভাপতি মো. মারুফ ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আজমান আলীকে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেন। রবিবার (২৪ আগষ্ট) টাঙ্গাইল জেলা ছাত্র দলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এবং সদস্য সচিব আব্দুল বাতেন এক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন ও আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করে।
নতুন কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জুনাইদ হোসেন জয়, সহ-সভাপতি শাহিনুর রহমান সোহান, ইয়ামিন হৃদয়, সিফাত আহমেদ, জিহাদ আহমেদ, শাওন, মো. আমিনুর মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিলি সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর সরকার, সুজন সিকদার, সীমান্ত দাস, সাইমন হোসেন ও সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক সোনালী আক্তার মায়া, শাওন সিকদার জনি, দপ্তর সম্পাদক রেদওয়ান ইসলাম রোহান, প্রচার সম্পাদক তানজিদ দেওয়ান, সহ-প্রচার সম্পাদক ফয়সাল, সদস্য জাকির সিকদার, মো. জিহাদ মিয়া, সিফাত রহমান, সাকিন মিয়া, মিরাজ আহমেদ, মামুন মিয়া, ইমন খান, জিহাদ ভুইয়া, তানজিল, সায়মন হোসেন, রোহান মিয়া, মিতু দাস।
কমিটির নবাগত সভাপতি মো. মারুফ ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আজমান আলী সাংবাদিকদের বলেন, “আমাদের কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সৎ এবং নিষ্ঠার সঙ্গে পালন করব।” এছাড়াও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সহ সকলে উক্ত নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে।



Discussion about this post