
রেজাউল করিম, গাজীপুর প্রতিনিধি :- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী জমিদারবাড়িতে ২০০৩ এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। হরিরামপুর ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় আয়োজনে ওই মিলনমেলায় অনুষ্ঠিত হয়৷ শুক্রবার মিলনমেলায় এস এস সি ব্যাচ ২০০৩ এর সকল বন্ধুরা পরিবার নিয়ে আসেন৷ দিনভর ঐতিহাসিক শ্রীফলতলী জমিদারবাড়িতে আনন্দে মেতে উঠেন৷ এসময় তারা স্কুল জীবনের নানান স্মৃতিচারণ করেন৷ ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠান, খাওয়াদাওয়া এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে মিলনমেলার সমাপ্তি হয়৷
আয়োজকেরা বলেন, এই মিলনমেলা শুধু বন্ধুদের নয়, তাদের সবার পরিবারের সদস্যরাও এসেছে। কর্ম ব্যস্ততার মধ্যেও একটি দিন সবাই একত্রিত হই, শুধুমাত্র মনের একটু প্রশান্তির জন্য। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ডা. সাইফুল ইসলাম বলেন, ঐতিহাসিক শ্রীফলতলী জমিদারবাড়িতে আজকে ২০০৩ সালের এসএসসি ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত হলো৷ বৃষ্টিভেজা দিনেও বন্ধুরা স্মৃতিচারণ করতে মানিকগঞ্জ হতে ছুটে এসেছে। এটাই বন্ধুত্ব, সবকিছু পরিবর্তন হয় কিন্তু বন্ধুত্ব পরিবর্তন হয়না। আমরা এই মিলনমেলা প্রতি বছর আয়োজন করবো।



Discussion about this post