
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় কিশোরগঞ্জ-ঢাকা ভায়া কাপাসিয়া রুটে “ভেনাস ট্রান্সপোর্ট লিমিটেড” নামে যাত্রীবাহী এসি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কাপাসিয়া সদর বাস টার্মিনালে টিকিট কেটে এবং ফিতা কেটে এই উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
ভেনাস এসি বাস সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল আকন হুজাইফার সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সভাপতি, ইউনিয়ন পর্যায়ের নেতা ও অন্যান্য সমাজকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় পরিবহন খাতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা বিরাজ করেছিল। বর্তমানে গণতান্ত্রিক পরিবেশে সাধারণ যাত্রীদের সেবা নিশ্চিত করতে ভেনাস ট্রান্সপোর্ট এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। আশা করি, এটি যাত্রীদের প্রত্যাশা পূরণে কার্যকর হবে। সরকারি নিয়মনীতি মেনে দূরত্ব অনুযায়ী ভাড়া নিশ্চিত করা হবে।”



Discussion about this post