
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০আগস্ট ) বিকালে পৌর এলাকার দারগার চালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপির এ কর্মী সমাবেশে জনতা ঢল নেমেছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।তিনি বলেন,বিএনপির শক্তি এদেশের জনতা বর্তমানে সকল স্তরের জনগণের আকাঙ্ক্ষা সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন।তিনি আরো বলেন,মাদক ও সন্ত্রাসীদের শ্রীপুর মাটিতে ঠাঁই নাই।আজকের এই কর্মী সমাবেশ প্রমাণ করেছে শ্রীপুরে বিএনপির ঘাঁটি।পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী’র সঞ্চালনায় সভায় এসময় বক্তব্য রাখেন,শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোসলেহ উদ্দিন মৃধা,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আহসান কবির,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোক্তারুল করিম মোড়ল শামীম,পৌর বিএনপির আহ্বায়ক সদস্য আলহাজ্ব আবুল হোসেন প্রধান,খোকন প্রধান,সাইফুল হক মোল্লা,শাজাহান সজল,টিপু সুলতান,ইজ্জত আলী ফকির, ফজলুল হক,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন,পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদসহ এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো সাধারণ জনতা।কর্মী সমাবেশে শেষে শ্রীপুর পৌর বিএনপি’র অধীনস্থ ৯ টি ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।



Discussion about this post