
নিজস্ব প্রতিবেদক:- টঙ্গী পূর্ব থানা বিএনপির উদ্যোগে ৪৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক গাজী মো: মহসিনকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট থেকে বর্তমান সময় পর্যন্ত তাঁর কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ উঠেছে। সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাঁর ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
এ বিষয়ে তাঁকে আগামী ৩ দিনের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় বিধি অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাহউদ্দিনের নির্দেশে এই নোটিশ প্রদান করেন দপ্তর সম্পাদক মোঃ মিজানুর রহমান বেপারী।



Discussion about this post