
আল আমিন, নাটোর প্রতিনিধি:- নাটোর পৌরসভার সরবরাহ করা দূষিত পানি পান করে শতাধিক নারী, পুরুষ ও শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ১২৮ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে রোগীর প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।
আক্রান্তদের স্বজনরা জানান, মঙ্গলবার দুপুর ৩টা থেকে অনেকে পেটে ব্যথা অনুভব করতে শুরু করেন এবং এরপর পাতলা পায়খানা শুরু হয়। ডায়রিয়ায় মূলত উত্তর পটুয়াপাড়া, ঝাউতলা ও কাঁঠালবাড়ি এলাকার লোকজন আক্রান্ত হয়েছেন।
ভুক্তভোগী আকাশ জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর তার স্ত্রীর পেটে ব্যথা শুরু হয় এবং রাতে অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আরেক ভুক্তভোগী শহিদুল জানান, তার শিশুসন্তানও একই কারণে হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন এবং সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন হাসপাতাল পরিদর্শন করেছেন।
সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন বলেন, ‘আমরা ধারণা করছি, পানি থেকেই এ সংক্রমণ ছড়িয়েছে। আমরা পানির নমুনা সংগ্রহ করে আইসিডিডিআরবিতে পরীক্ষার জন্য পাঠিয়েছি। রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত স্যালাইন ও অন্যান্য ওষুধ মজুত আছে, তাই কোনো সমস্যা হবে না। জেলা প্রশাসক আসমা শাহীন সাংবাদিকদের জানান, আক্রান্তদের চিকিৎসায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
অপরদিকে, পৌর প্রশাসক আসমা খাতুন জানান, ঘটনার পর থেকে পৌরসভা জরুরি ব্যবস্থা নিয়েছে। তারা অতিরিক্ত স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করছে এবং পানি বিশুদ্ধ করার পর ওই এলাকায় পুনরায় পানি সরবরাহ করা হচ্ছে। ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।



Discussion about this post