
শেখ মামুনুর রশীদ মামুন:- নরসিংদী জেলার মনোহরদী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ দুলাল আকন্দ। তিনি নেত্রকোনা জেলার কৃতি সন্তান। দীর্ঘ কর্মজীবনে মোহাম্মদ দুলাল আকন্দ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে তিনি সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার জন্য সুনাম অর্জন করেন। মনোহরদীতে দায়িত্ব গ্রহণের পর তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এলাকার অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।



Discussion about this post