
আল আমিন, নাটোর প্রতিনিধি :- নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে কৌশিক কুমার সাহা (২০) নামের এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সিংড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কৌশিক রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকার স্বপন কুমার সাহার পুত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, কৌশিক তার নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। দুপুরে তার মামাতো ভাইদের সঙ্গে গোডাউন ঘাটে আত্রাই নদীতে গোসল করতে যান তিনি। তবে সাঁতার না জানায় নদীতে নেমে সাবান খুঁজতে গিয়ে পানিতে তলিয়ে যায় কৌশিক। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে চৌগ্রাম ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার দূরে কৌশিকের মরদেহ উদ্ধার করা হয়। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



Discussion about this post