
নিজস্ব প্রতিবেদক:- কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি টাকার ১ লাখ ২০ হাজার ইয়াবা ও একটি কাঠের বোট জব্দ করা হয়েছে। এসময় ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের একটি বিশেষ দল ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আটককৃত পাচারকারীদের সঙ্গে ইয়াবা ও বোট জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Discussion about this post