
স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার হয়েছে। এ সময় তাদের কাছে থাকা একটি খেলনা পিস্তল, দুইটি লোহার পাইপ ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের সদর থানাধীন গজারিয়া কবির মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা গাজীপুরের জয়দেবপুর থানার নয়নপুর গ্রামের কাঞ্চন মীরের ছেলে মীর মোহাম্মদ শাকিল (২১) ও ভোলা জেলার সদর থানার মোসারফ হোসেনের ছেলে শিহাব মোশারফ সৈকত (২৩)।
পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর গজারিয়া পাড়া কবির মার্কেট এলাকা দুই যুবক খেলনা পিস্তল ও লোহার পাইপ নিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করছিলেন। এ সময় তাদের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় লোকজন তাদের আটক করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছে খেলনা পিস্তল ছিল, এছাড়া এপিবিএন পুলিশের আইডি কার্ড পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।



Discussion about this post